হাসান তাসাউফ: রাসেল এ এমের রচনায় এল আর সোহেলের পরিচালনায় “পেইন” নাটকেরর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। কিন্তু এবার বাস্তবেই তিশা পেইনে আছেন। তার কারন আরটিভি অনলাইনে তাকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের কারনে। ২৪ অক্টবর আরটিভি আনলাইনে “বিয়ের জন্য পাত্র খুঁজছেন তানজিন তিশা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। যা তাকে অবাক করে, সেই নিউজটির স্ক্রিন শট তার ফেইসবুক একাউন্টে শেয়ার করে তিশা একটি স্ট্যাটাস শেয়ার করেন। নিচে স্ট্যাটাসটি হুবাহু তুলে ধরা হলো
LOL
হাহা সত্যিই অবাক হচ্ছি। 😱তিলকে তাল বানানো হয়.এমন উল্টাপাল্টা নিউজের জন্য এমনিতেই নিউজ শেয়ার করা ছেড়ে দিয়েছি। তবে দীর্ঘদিন পর এ নিউজটি শেয়ার না দিয়ে পারলাম না ‘আমি নাকি পাত্র খুঁজছি’😄এমন নিউজ করে কী শান্তি পান বলেন তো? আবার যে ভিডিও দেখে নিউজ করলেন তার কিছুই ভিডিওতে নেই। এগুলো বাদ দেন। আমাদের শান্তিতে কাজ করতে দেন। ইন্ডাষ্ট্রিতে অকাজের চেয়ে কাজের নিউজ তো অনেক আছে। সেগুলো করেন। 🙂
তানজিন তিশা আরো নিউজ পরতে নিচের লিঙ্কে ক্লিক করুন…..