Home / বিনোদন / বলিউড / পুরুষ সহকর্মীকে যৌন হেনস্থা করলেন রিয়া!

পুরুষ সহকর্মীকে যৌন হেনস্থা করলেন রিয়া!

বিনোদন ডেস্ক: এবার পুরুষ সহকর্মীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে অভিনেত্রী রিয়া সেনের বিরুদ্ধে। যদিও কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে যা ঘটেছে তাকে যৌন হেনস্থাই মনে করছে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

ঘটনাস্থল রিয়ার আসন্ন ছবি ‘রাগিণী এম এম এস ২.২’-এর শুটিং ফ্লোর। সম্প্রতি ফাঁস হয়েছে ওই ওয়েব সিরিজে রিয়ার একটি হট ভিডিও। যদিও ভিডিও ফাঁস হওয়াকে অনেকেই মনে করছেন পাবলিসিটি স্টান্ট। ওই ভিডিওতে রিয়ার সঙ্গে দেখা গেছে নিশান্ত মালকানিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশান্ত জানিয়েছেন, রিয়ার সঙ্গে তাঁর শুটিংয়ের অভিজ্ঞতা।

নিশান্তের মতে, এক সময়ের ক্রাশ রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করাটা তাঁর কাছে এক দুরন্ত অভিজ্ঞতা। কিন্তু ওই শুটিংয়েই একটু অন্যরকম ঘটনাও ঘটে। নিশান্ত জানায়, লভ মেকিং সিন শুটিংয়ের আগে রিয়া বলেছিল দোস্তানা ২-এ যেভাবে জন আব্রাহাম প্যান্ট নামিয়েছিল আমারও তেমন করা উচিত।

আগে থেকে না বলে হঠাৎই শুটিংয়ে নিশান্তের প্যান্ট টেনে নামিয়ে দেওয়ায় রিয়া তাঁর যৌন হেনস্থা করেছেন বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। তবে নিশান্ত এ নিয়ে এখনো কাশ্মীরী পর্যন্ত কোনো অভিযোগ জানাননি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: