Home / বিনোদন / বলিউড / পর্ন তারকা বলে তাকে মঞ্চে উঠতে দেয়া হতো না

পর্ন তারকা বলে তাকে মঞ্চে উঠতে দেয়া হতো না

বিনোদন ডেস্ক: সানি লিওন এখন বলিউডের এক নম্বর আইটেম ডান্সার। জনপ্রিয়তা ক্রমশ উর্দ্ধমুখী। কাজের মাধ্যমে নিজের জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। তবে সহজে আজকের জায়গা পাননি সানি। একসময় তো তাঁর সঙ্গে মঞ্চ শেয়ার করতে চায়নি বলিউডের তারকারা।

কয়েকদিন আগে নো ফিল্টার নেহা নামের এক টক শোয়ে গিয়েছিলেন সানি। সেখানে বলিউডে আসার পর কীরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেই অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্যোক্তারা চেয়েছিলেন সানির সঙ্গে কেউ মঞ্চ শেয়ার করুক। কিন্তু, তা করতে নাকি কেউ রাজি ছিল না। মঞ্চেই উঠতে দেওয়া হতো না। কিংবা উঠলে অন্যরা নেমে যেত।

এসব ঘটনায় খুব কষ্ট পেয়েছিলেন সানি। তবে একজন অভিনেতা তাঁর সঙ্গে স্টেজ শেয়ার করতে রাজি হন। তিনি চাঙ্কি পান্ডে। পর্নস্টার ছিলেন বলেই হয়তো বলিউড তারকারা তাঁর সঙ্গে স্টেজ শেয়ার করতে চাননি, মনে হয়েছিল সানির।তবে এখন আর সেদিন নেই। শাহরুখ খান থেকে ইমরান হাশমির মতো তারকাদের সাথে কাজ করেছেন সানি। আইটেম ডান্সার হিসেবে এখন পরিচালকদের প্রথম পছন্দ একসময়ের এই পর্নস্টার।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: