Home / আর্ন্তজাতিক / পর্নো সাইটে ঢুকলেই জিকির-ভক্তিমূলক গান বাজবে

পর্নো সাইটে ঢুকলেই জিকির-ভক্তিমূলক গান বাজবে

আর্ন্তজাতিক ডেস্ক : পর্নোগ্রাফি থেকে মানুষকে দূরে রাখতে এই বিশ্বাসকেই হাতিয়ার বানালেন ভারতীয় এক চিকিৎসক ও তাঁর এক সহযোগী। ধর্মে মানুষের পাপ মোচন হয়। মানুষকে বিরত রাখে সব খারাপ কাজ থেকে।  ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ের স্নায়ুতত্ত্ববিদ ভি এন মিশ্র ও সহযোগী অঙ্কিত শ্রীবাস্তব এমনই এক অ্যাপ্লিকেশন বানিয়েছেন যা ব্যবহারকারীকে পর্নো ওয়েবসাইটে ঢুকতে বাধা দেবে। শুধু তাই নয়, পর্নো ঠিকানায় ক্লিক করলেই শুরু হবে জিকির ও ভক্তিমূলক গান (ভজন)।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, চমকপ্রদ ওই অ্যাপ্লিকেশনটির নাম রাখা হয়েছে ‘হর হর মহাদেব’। আপাতত পর্নো ওয়েবসাইটে ঢুকতে গেলে সেটি হিন্দুদের ভজন বাজানো শুরু করবে। তবে অ্যাপ্লিকেশনটির নির্মাতারা জানিয়েছেন, সপ্তাহ দুয়েকের মধ্যে সেটিতে বিকল্প বিভিন্ন ব্যবস্থা যোগ করা হবে। ফলে মুসলিমসহ অন্য ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উক্তি বেছে নিতে পারবেন। উদাহরণ দিতে গিয়ে বলা হয়, কোনো মুসলিম পর্নো সাইটে ঢুকলেই ‘আল্লাহু আল্লাহু’ জিকির বেজে উঠবে।

নির্মাতা ভি এন মিশ্র জানান, দুই হাজারের বেশি পর্নো সাইটে ঢুকতে বাধা দেবে তাঁর অ্যাপ। তবে আপাতত সেটি শুধু মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে। পরবর্তী সময়ে অন্যান্য প্লাটফর্মেও ছাড়া হবে সেটি।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: