Home / বিনোদন / বলিউড / পরকীয়ায় ধরা পড়ে মার খেয়েছিলেন হাশমি

পরকীয়ায় ধরা পড়ে মার খেয়েছিলেন হাশমি

বিনোদন ডেস্ক: ‘মার্ডার’ ছবিতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান ইমরান হাশমি। রগরগে চুম্বন ও যৌন দৃশ্যে ভরপুর এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন মল্লিকা শেরওয়াত। তবে ২০০৪ সালের এ সিনেমার কাহিনির সঙ্গে রয়েছে হাশমির ব্যক্তিজীবনের বিশেষ মিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, এক সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেছেন, বিয়ের আগে বিবাহিত এক নারীর সঙ্গে আমার সম্পর্ক ছিলো। তবে সে যে বিবাহিত ছিলো প্রথমে তা জানতাম না। যখন তা জেনেছি তখনই সরে আসতে চেয়েছি, কিন্তু কোনো এক অদ্ভূত কারণে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি।

তাহলে কীভাবে শেষ হলো সে সম্পর্ক? ইমরান হাশমি বলেন, এক সময় তার স্বামীর কাছে হাতে-নাতে ধরা পড়ে যাই। এমনকি তার সঙ্গে আমার হাতাহাতিও হয়েছিলো। মার খেয়েছিলেন।  এরপর আর কখনো পরকীয়ার নাম মুখেও আনিনি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: