Home / দেশজুড়ে / পদ্মা নদীতে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান

পদ্মা নদীতে পুলিশ ও ডিবির বিশেষ অভিযান

ফজলুল হক: পাবনায় পদ্মা নদীতে অবৈধ্য কার্যক্রম বেরেই চলেছে এজন্য পাবনা পুলিশ ও ডিবির বিশেষ অভিযান শুরু হয়েছে।

পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির পি পি এম এর নির্দেশক্রমে এবং সদর সার্কেল মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক সহ সঙ্গীয় ফোঁস ও ডিবি পুলিশ যৌথ ভাবে পদ্মা নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলন কারী, বালী বহন কারী নৌকা, ড্রেজার ও নৌকা ভারা নিয়ে নৌকায় মাদক সেবন এবং পদ্মা নদীতে পালিয়ে থাকা অস্ত্রধারী চরম পন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু।

এ বিশেষ অভিযান বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক জানান পদ্মা নদীতে অবৈধ্য ভাবে বালি উত্তোলন, নৌকায় বালি বহন, নদীতে সরকারী জায়গায় যে কোন স্থাপনা, নদীতে মাদক ব্যাবসা, নদীতে নৌকায় মাদক সেবন, নদীতে পালিয়ে থাকা অস্ত্রধারী চরম পন্থী সন্ত্রাসীদের কার্য়ালপ বন্ধ না হওয়া পর্যন্ত পুলিশ ও ডিবির যৌথ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: