Home / খেলাধুলা / ‘নয়া রোনালদো’ নিয়ে মাতামাতি

‘নয়া রোনালদো’ নিয়ে মাতামাতি

স্পোর্টস ডেস্ক: ইউরোপা লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করেছেন হোয়াও ফেলিক্স। সঙ্গে ঘি ঢেলেছেন ঝিমিয়ে থাকা উত্তাপেও। ‘নয়া রোনালদো’ তকমা পাওয়া বেনফিকার ১৯ বছর বয়সী পর্তুগিজ তারকাকে নিয়ে তাই আবারও শুরু হয়েছে বন্দনা গাওয়া!

ইউরোপা লিগের প্রথম লেগে ফ্রাঙ্কফুর্টকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকা। চার গোলের তিনটিই ফেলিক্সের। রোনালদো সাধারণত যে পজিশনে খেলেন, ফেলিক্সও ঠিক তাই, অর্থাৎ একজন উইঙ্গার। আর একজন উইঙ্গার হয়ে হ্যাটট্রিক পাওয়ার পর রোনালদোর সঙ্গে তুলনায় মাতামাতি শুরু করেছে ইউরোপিয়ানরা, বিশেষ করে পর্তুগিজ মিডিয়াগুলো।

কেবল মাতামাতিই নয়, সামনের মৌসুমগুলোতে বড় ক্লাবের হয়ে ফেলিক্সের খেলার সম্ভাবনা নিয়েও বিস্তর গবেষণা চলছে গণমাধ্যমগুলোতে। প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম মৌসুম খেলতে থাকা এ ফুটবলারকে পেতে নাকি লাইন দিয়েছে ম্যানইউ, ম্যানসিটি, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো।

মাতামাতি আবার বিরক্তির সৃষ্টি করেছে ব্রুনো লাজের মধ্যে। একহাত নিয়ে সংবাদ মাধ্যমকে বাড়তি মাতামাতি করতে নিষেধ করেছেন বেনফিকা কোচ। রোনালদো ‘তকমা’য় উঠতি ফুটবলারের সর্বনাশ দেখছেন তিনি, ‘যদি ও গোল না করতো তাহলে এই মিডিয়াই বলতো ফেলিক্সের ফর্ম নেই। গোল পাওয়ায় তারাই বলছে সে ফর্মের তুঙ্গে আছে!’

‘বিষয়টা একটু সহজভাবে নিন। ছেলেটাকে ওর মতো করে খেলা উপভোগ করতে দিন। তার উচিত নিজের মতো করে খেলে নিজের খেলোয়াড়ি জীবনটাকে আরও উপভোগ্য করা।’

Check Also

ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণের জন্য ধন্যবাদ: ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের সাবেক তারকার ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ এর গ্রুপ পর্ব নিয়ে …

%d bloggers like this: