Home / দেশজুড়ে / ঢাকা / নেত্রকোণায় আরও ৯ জন শনাক্ত

নেত্রকোণায় আরও ৯ জন শনাক্ত

কোবিড -১৯ প্রতিরোধে জেলায় চিকিৎসকদের নিয়ে গঠিত কমিটির তত্ত্বাবধায়ক ডা. আহসান কবীর রিয়াদ বলেন, বৃহস্পতিবার রাতে পিসিআর ল্যাবে পাঠানো নমুনার নতুন রিপোর্টে শনাক্তদের মধ্যে জেলা পরিষদের একজন প্যানেল চেয়ারম্যান, কেন্দুয়া কৃষি ব্যাংকের তিনজন, কেন্দুয়া থানার একজন পুলিশ, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কেন্দুয়া উপজেলায় ৮ জন ও পূর্বধলায় একজন আক্রান্তে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী বলে জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান।

তিনি বলেন, এ পর্যন্ত পরীক্ষাগারে ২ হাজার ৭৭৩ টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ সর্বশেষ মোট ২ হাজার ৬২৭টির রিপোর্ট পাওয়া গেছে।

আর আক্রান্ত ১৭৭ জনের মধ্যে দুজান মারা গেছেন ও ৪৭ জন আর সুস্থ হয়েছেন বলে জানান তাজুল।

Check Also

ঈদেও লাশ দাফনে ব্যস্ত খোরশেদের টিম

নিউজ ডেস্ক: দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর সোমবার (২৫), পাশাপাশি এই দিন নিজের ১৯তম …

%d bloggers like this: