Home / বিনোদন / টেলিভিশন / ‘নীলার অপমৃত্যু’তে নিশো-মেহজাবিন

‘নীলার অপমৃত্যু’তে নিশো-মেহজাবিন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী ‘নীলার অপমৃত্যু’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস।

নিশো ও মেহজাবিন মাত্র গুটিকয়েক নাটকে এ দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। তবে যে কয়টিতে তারা কাজ করেছেন, প্রত্যেকটিই দর্শকের সুনাম কুড়িয়েছে। সর্বশেষ গত দুর্গাপূজা উপলক্ষে নির্মিত নাটকে জুটি হয়ে অভিনয় করেন নিশো ও মেহজাবিন, শিরোনাম ‘আমি তোমার কথা বলব কাকে?’।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, এর আগেও ইরানী দিদির নির্দেশনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছি। সেসব নাটকে অভিনয় করে বেশ ভালো সাড়াও পেয়েছি। আশাকরি এ নাটকটিও দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে।

আফরান নিশো নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয় করলেও মেহজাবিন এখন ধারাবাহিক নাটকে অভিনয় করেন না। শুধুমাত্র খণ্ড নাটক ও টেলিফিল্মেই অভিনয় করেন তিনি। আগামী ১১ নভেম্বর রাত ৮.১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘নীলার অপমৃত্যু’ নাটকটি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: