Home / কৃষকের মাঠ / নীলফামারীতে ‘রুহামা এ্যাগ্রো এ্যান্ড হ্যাচারী’র যাত্রা শুরু

নীলফামারীতে ‘রুহামা এ্যাগ্রো এ্যান্ড হ্যাচারী’র যাত্রা শুরু

নীলফামারী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে ‘রুহামা এ্যাগ্রো এ্যান্ড হ্যাচারী’ উদ্বোধন করা হয়। ‘রুহামা এ্যাগ্রো এ্যান্ড হ্যাচারী’ এক দিনের সোনালী বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিড়, কুন্দপুকুর ইউনিয়নের সদস্য আজগর আলী, ব্যবসায়ী আনোয়ারুল ওয়ারেস, পূবালী ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক মুসফিক জামান উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা ডাঃ রাশেদ আলী শাহ জানান, ছয়জন মিলে হ্যাচারীটি পরিচালিত হচ্ছে। সোনালী মুরগীর বাচ্চা উৎপাদন ও ডিম বাজারজাতকরণের লক্ষ্য থেকে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। নীলফামারী জেলায় একমাত্র প্রতিষ্ঠান এটি। আশাকরি আমরা একদিন নীলফামারীর চাহিদা পুরণ করে দেশের বিভিন্ন জেলায় আমাদের পন্য পৌছে দিতে সক্ষম হবো।

হ্যাচারীর অংশীদারগণ হলেন মোতাহার হোসেন, সাজ্জাদ হোসেন, তাহমিদুল রাজু, বাবুল আলী শাহ ফকিড় ও নাঈম ইসলাম জীবন।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: