Home / দেশজুড়ে / নীলফামারীতে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপিত

নীলফামারীতে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপিত

দেশজুড়ে ডেস্ক: নীলফামারীতে উদযাপিত হয়েছে অক্টোবর বিপ্লবের শতবর্ষ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।

অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অলোচক হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহিন রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট তুষার কান্তি রায়। সভা পরিচালনা করেন জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান। এতে স্বাগত বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস।

সভার শুরুতে জাতীয় ও গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা। এরপর সেখানে শ্রমিক নেতা জসিম মণ্ডলসহ মৃত প্রগতিশীল সকল নেতাকর্মীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: