নিউজ ডেস্ক: সিনিয়র অফিসার নিরীক্ষক পদের আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। আজ সকালে পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিতে হাজির হয়ে জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানা গেছে, ৫০টি সিনিয়র অফিসার পদের বিপরীতে প্রায় ১৬ হাজার প্রার্থী আবেদন করেছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার (অডিট) পদের আজকের পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হল। এই পরীক্ষার তারিখ ও সময় অতিশিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষা স্থগিত ঘোষণা করার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।