Home / বিনোদন / টেলিভিশন / নিশো-নাদিয়ার ‘২৬ নং প্ল্যাটফর্ম’

নিশো-নাদিয়ার ‘২৬ নং প্ল্যাটফর্ম’

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো ও সালহা খানম নাদিয়া। নিয়মিত বিভিন্ন নাটকের শুটিং করছেন তাঁরা দুজন।

আজ রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে তাঁদের অভিনীত নাটক ‘২৬ নং প্ল্যাটফর্ম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাভিল আহমেদ অভি। নাটকটিতে সুকন্যা চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া।

নাটকের গল্পে দেখা যাবে, দীর্ঘ অপেক্ষার পর কলকাতা থেকে একটি ট্রেন এসে থামে রেলস্টেশনে। অনেক উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে লাগেজ নিয়ে ট্রেন থেকে নামে সুকন্যা। হুট করে এক ছিনতাইকারী উড়ে এসে ছোঁ মেরে সুকন্যার হাতব্যাগ নিয়ে দৌড় দেয়। সুকন্যাও তার পেছনে দৌড় দিয়ে ছিনতাইকারীকে ধরে। এরপর হুলস্থূল কাণ্ড ঘটে। ঘটনাস্থলে টিটি এসে হৈচৈ শুরু করে। সুকন্যাও ছেড়ে কথা বলে না।

তারপর সুকন্যা ২৬ নং প্ল্যাটফর্মের একটা বেঞ্চে গিয়ে বসে। সে মূলত কলকাতা থেকে তার প্রেমিক অভির জন্য বাংলাদেশে আসে। কিন্তু ফোন করে অভির নম্বর বন্ধ পায় সে। অনেক রাত হয়, তারপরও অভির জন্য অপেক্ষা করে সুকন্যা। পরে টিটির কাছে সাহায্য প্রার্থনা করে সুকন্যা। টিটির কাছে সব ঘটনা খুলে বলে সুকন্যা। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: