Home / বিনোদন / টেলিভিশন / নিলয়ের ‘হাফ গার্লফ্রেন্ড’ হীরা

নিলয়ের ‘হাফ গার্লফ্রেন্ড’ হীরা

 বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য’র ছবির শুটিং শেষ করেছেন তাঁরা দুজন। ছবির নাম ‘আমি আর আমার হাফ গার্লফ্রেন্ড’।

ইভান মনোয়ার পরিচালিত ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হীরা। এখানে সামান্তা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছবির গল্প প্রসঙ্গে জানতে চাইলে হীরা বলেন, ‘ছবিতে আমি নিলয়ের হাফ গার্লফ্রেন্ড থাকি। হাফ গার্লফ্রেন্ড বিষয়টা কি সেটা এখন খোলাসা করতে চাই না।আমি চাই ছবিটি মুক্তির পর সবাই জানুক। ছবিতে নিলয়ের চরিত্রের নাম রাখা হয়েছে নিলয়।’

ছবির শুটিং উত্তরার বিভিন্ন লোকেশানে হয়েছে বলে জানান হীরা। রাত চারটা পর্যন্ত নাকি ছবির শুটিং করতে হয়েছে।

এ ব্যাপারে হীরা বলেন, ‘শেষ রাতে ছবির শুটিং অভিজ্ঞতা আসলেই ভালো ছিল। ছবির গল্প একটু বেশি রোমান্টিক । আশা করছি, দর্শক অন্যরকম একটি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখতে পাবেন।’

‘আমি আর আমার হাফ গার্লফ্রেন্ড’ ছবিটি শিগগির একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে জানান হীরা।

বর্তমানে হীরা র‍্যাম্প শো ও নাটকে অভিনয় করে সময় পার করছেন। অন্যদিকে, নিলয় একক ও ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে বেশি ব্যস্ত।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: