Home / দেশজুড়ে / নিজের বাড়ির টিনের চালে মিলল শিশুর মরদেহ

নিজের বাড়ির টিনের চালে মিলল শিশুর মরদেহ

দেশজুড়ে ডেস্ক:   নিখোঁজ হওয়ার দুই দিন পর নিজের বাড়ির টিনের চালের ওপর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জের হরিনাপাটি গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার এসআই মোশারফ হোসেন।

নিহত জাকুয়ান আহমদ (১০) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

এসআই মোশারফ বলেন, কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে আলামত পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে নিহতের চাচা আলতাফ হোসেন জানান, বুধবার বিকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয় জাকুয়ান। তারপর থেকে সে নিখোঁজ ছিল। থানায় জিডিও করা হয়েছিল।

তিনি আরো জানান, শুক্রবার রাতে দুর্গন্ধ ছড়ালে খোঁজাখুঁজি করে বাড়ির একটি ঘরের টিনের চালে তার মৃতদেহ পাওয়া যায়।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: