Home / নিউইয়র্কে আবাসিক ভবনে আগুন, নিহত ১২ জন

নিউইয়র্কে আবাসিক ভবনে আগুন, নিহত ১২ জন

আর্ন্তজাতিক ডেস্ক : নিউইয়র্ক শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে কমপক্ষে ১২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শহরের ব্রঙ্কস পৌর এলাকার প্রসপেক্ট এভিনিউর একটি ভবনে এ ঘটনা ঘটে।

ভবনটি ব্রঙ্কস চিড়িয়াখানা ও ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অবস্থিত।

নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিওর বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউইয়র্ক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পর পরই ১৬০ জনের বেশি ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে ছুটে যান।

আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

নিউইয়র্কের মেয়র সংবাদ সম্মেলন করে জানান, স্থানীয় একটি স্কুলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, পাঁচতলা ওই ভবনটি কমপক্ষে ১০০ বছরের পুরোনো।

সেটিতে কমপক্ষে ২০টি ফ্ল্যাট রয়েছে।

Check Also

সৌদি আরবে সপ্তাহে ২০টি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : সৌদি আরবে সপ্তাহে ২০ টি করে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে …

%d bloggers like this: