Home / বিনোদন / বলিউড / নায়িকাদের সম্পর্কে ধারণা ভেঙে ফেলেছি : ভূমি পেডনেকর

নায়িকাদের সম্পর্কে ধারণা ভেঙে ফেলেছি : ভূমি পেডনেকর

বিনোদন ডেস্ক: দম লাগা কে হেঁইসা-র মাধ্যমে তাঁর প্রথম বলিউডে পা রাখা। ছিপছিপে ফর্সা সুন্দরী নায়িকার প্রচলিত স্টিরিওটাইপের উল্টোপথে হেঁটে তিনি দেখা দেন রীতিমত স্থূলকায়া বিবাহিত নারীর ভূমিকায়। ভূমি পেডনেকর মনে করেন, নায়িকা সম্পর্কে প্রচলিত ধারণা ভেঙে ফেলতে পেরেছেন তিনি।

ভূমি বলেছেন, যশ রাজ ফিল্মসের নায়িকা হয়েছেন তিনি। কিন্তু বড় পর্দায় আমরা যেমন নায়িকাদের দেখে অভ্যস্ত, তাঁর চরিত্র তেমন ছিল না। তাঁকে দেখে বলিউড বুঝেছে, নায়িকা মানে শুধু সাইজ জিরো নন, রীতিমত ওভারসাইজও হতে পারেন।

এরপরেও স্টিরিওটাইপ ভেঙে ভূমি কাজ করেছেন টয়লেট : এক প্রেম কথা ছবিতে। ছবির বিষয় উন্মুক্ত স্থানে মলত্যাগ। প্রথম ছবির তুলনায় অনেকটাই ওজন ঝরিয়েছেন তিনি। কিন্তু দরকারে আবার ওজন বাড়াতে আপত্তি নেই।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: