Home / বিনোদন / টেলিভিশন / ‘নামাজে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি’

‘নামাজে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি’

বিনোদন ডেস্ক: ইশরাত পায়েল। দেশের শোবিজ অঙ্গনে উপস্থাপনায় যার নাম অতিপরিচিত। সম্প্রতি পায়েল ইন্দোনেশিয়ায় গেছেন। পরিবারের সঙ্গে দেশটির বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন যাচ্ছেন। সেখান থেকেই গতকাল ইন্দোনেশিয়ার একটি মসজিদে নামাজ আদায়ের অভিজ্ঞতা লিখেছেন পায়েল।

তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, সাউথ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ (মসজিদ ইস্তিকলাল) এ জীবনে প্রথম সপরিবারে মসজিদে গিয়ে, নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে আমাদের (আলহামদুলিল্লাহ)।

তিনি আরো লিখেছেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চোখের পানি ধরে রাখতে পারিনি। এ এক অন্যরকম অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এ মসজিদে ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ নামাজ পড়তে পারে। এই রকম মসজিদ যেন আমাদের দেশেও হয় । সবার জন্য দোয়া করেছি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: