Home / বিনোদন / টেলিভিশন / নাবিলার প্রেমে সাহসী জোভান

নাবিলার প্রেমে সাহসী জোভান

বিনোদন ডেস্ক: দুই গ্রুপে চলে আধিপত্য বিস্তারের লড়াই।  দুই এলাকার ছেলেদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে।

নাবিলা যে এলাকায় থাকেন সেই এলাকার ছেলে জোভান।

গ্রুপে অনেকেই নাবিলাকে পছন্দ করে। তবে নাবিলার পছন্দ জোভানকে।

একটা সময় সেই পছন্দ রুপ নেয় ভালোবাসায়। নাবিলা তখন জোভানের সাহসের অনুপ্রেরণা।

তার উৎসাহেই শত্রু গ্রুপকে শায়েস্তা করতে উদ্যত হয় জোভান ও তার গ্রুপ।

এমনই এক গল্পে নির্মিত হয়েছে ছয় পর্বের কমেডি ধারাবাহিক নাটক ‘বদলাপুরের বালকগণ’।

তুহিন হোসেনের পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে দীপ্ত টিভির জন্য।

এই নাটকে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী নাবিলা ইসলাম বলেন, বছরের প্রথম কাজ ছিল আমার এটি।

১ ও ২ জানুয়ারি এই নাটকের শুটিং করেছি। অনেক মজা হয়েছে শুটিংয়ে।

কমেডিতে ভরপুর সব সংলাপ। দর্শক নাটকটি উপভোগ করবেন বলে আশা করছি।

নতুন বছরে নাবিলা আরও একটি নাটকে কাজ করেছেন।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: