নাজিরপুর প্রতিনিধি: দায়িত্ব নেয়ার মাত্র ২ মাস ৮ দিন সময়ের মধ্যে জনবান্ধব প্রশাসনের জনকল্যানমুখী সেবার বহু দৃষ্টান্ত স্হাপন করে নাজিরপুরের মানুষের হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন ইউএনও জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান৷
করোনা পরিস্হিতিতে নাজিরপুরে নিয়মিত হাঁট বন্ধের ঘোষণা দেয়ায় একদিকে যেমন কৃষকরা পড়েছিলেন বিপদে, অন্যদিকে ভোক্তারা মফস্বলের উৎপাদিত পন্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন৷ সমস্যা সমাধানে এগিয়ে এলেন ইউএনও৷
দুটি দোকানের মধ্যবর্তী দূরত্ব ১০ ফিট রেখে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বসানো হয়েছে হাঁট৷ জনগনকে সামাজিক দূরত্ব (কমপক্ষে ৩ ফিট) বজায় রেখে কেনাকাটার সুবিধার্থে সীমারেখা এঁকে দেয়া হয়েছে৷ হাঁট বসবে প্রতি শনিবার ও মঙ্গলবার সীমিত পরিসরে৷ উপজেলা চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও প্রেসক্লাবসহ নাজিরপুরবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷
এ প্রসঙ্গে ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, কৃষকদের এবং জনসাধারনের সুবিধার্থে এই হাঁট বসানো হয়েছে৷ এই উদ্যোগে সাড়া দেয়ার জন্য দূর দূরান্ত থেকে আসা ক্রেতা- বিক্রেতাদের কৃতজ্ঞতা জানান ইউএনও৷ তিনি যোগ করেছেন যে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে৷ নাজিরপুরবাসিকে বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান এই জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা৷