Home / দেশজুড়ে / নাজিরপুরে শহীদ মিনার পরিষ্কার করলো নাজিপুরের যুব সমাজ

নাজিরপুরে শহীদ মিনার পরিষ্কার করলো নাজিপুরের যুব সমাজ

নিজস্ব প্রতিনিধি: আজকাল সিনিয়র সিটিজেনদের প্রায়ই বলতে শোনা যায় তরুন প্রজন্মের সেই দেশপ্রেম নেই! তাদের হাতে দেশের ভবিষ্যত নিয়ে শঙ্কিত, বৃদ্ধদের ধারনা বদলে দিয়ে নাজিরপুরের কয়েকজন উদ্যমী তরুন বহুদিনের অযত্নে পড়ে থাকা অপরিষ্কার শহীদ মিনার ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করেছেন।

তরুনদের একজন সোনালী ব্যাংক কর্মকর্তা প্রিন্স কুমার দাস বলেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন৷ তাঁদের দেয়া উপহার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য কিছু করতে পারাটা সৌভাগ্যের৷ দীর্ঘদিন ধরেই দেখছি ছাগল, গরু এসে শহীদ মিনারের পাদদেশে বিচরণ করে এবং আমাদের শ্রদ্ধা নিবেদনের এই জায়গাটি নোংরা করে!প্রতিবেশীরা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়৷

আজ হঠাৎ করেই সন্ধ্যার ঠিক পূর্বে অত্র উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকারের ফোন পাই এবং তিনি বলেন, আজ আমরা শহীদ মিনার পরিষ্কার করবো৷ তিনি উদ্যোগ নিয়ে স্হানীয় বাপ্পী, শুভ, রনি ও বাঁধনসহ কয়েকজনকে উৎসাহিত করে কাজটি শুরু করেন৷ আমিও এসে যোগ দেই এবং সবাই মিলে কাজটি করতে পেরে মনে এক ধরনের শান্তি পাচ্ছি৷

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার বলেন, নাজিরপুরের উদ্যমী তরুনদের আমি সাধুবাদ জানাই৷ তাদের দেশপ্রেম দেশের আপামর তরুনদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে৷ তিনি উপজেলা প্রকোশলী জনাব জাকির হোসেন মিয়ার উদ্ধৃতি দিয়ে বলেন শহীদ মিনারের অসম্পূর্ণ কাজ দ্রুত সমাপ্ত করে চারপাশে শিকল ও বর্ডার দিয়ে দেয়া হবে, এতে করে গবাদিপশু বেদিতে উঠে নোংরা করতে পারবে না৷ এসময় স্থানীয় জনতা কাজটির ভূয়সী প্রশংসা করেন৷

Check Also

মানবেতর জীবন থেকে মুক্তি চান বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকরা

নিউজ ডেস্ক :  মানবেতর জীবন থেকে মুক্তি চান বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স বিভাগের শিক্ষকরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের …

%d bloggers like this: