Home / দেশজুড়ে / নাজিরপুরকে করোনা মুক্ত রাখতে কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাবের কার্যক্রম

নাজিরপুরকে করোনা মুক্ত রাখতে কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাবের কার্যক্রম

নাজিরপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোর উত্থান ঠিক কবে থেকে হয়েছে তা জানা যায়নি৷ তবে ধারনা করা হয় আধুনিক সভ্যতার শুরু থেকেই মানুষ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো শুরু করে৷ এরপর যুগে যুগে কালে কালে বহু নামে সুজন সমাবেশ হয়েছে, এসেছে হালের প্রথম আলো বন্ধুসভা বা পাড়ার অমুক বয়েজ,তমুক বয়েজ আরো কত কি।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাব এমন একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা অত্র উপজেলার আনন্দ,বেদনার সহযাত্রী৷ এই ক্লাবের যুবকরা অতীতেও বিভিন্ন সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, বৈশাখী মেলা, ঘুড়ি উৎসব আয়োজন, বিভিন্ন জাতীয় উৎসব আয়োজনে ভলান্টিয়ারের দায়িত্ব পালন, গরীব কৃষকের ধান কেঁটে দেয়ার মতো জনসেবামূলক কাজ করে প্রশংসিত হয়েছে৷

সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন, নাজিরপুর কর্তৃক গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের অংশীদার হয়ে বিভিন্ন ইউনিয়নে ক্লাবের যুবারা জীবানুনাশক স্প্রে বাকেট কাঁধে তুলে নিয়েছেন৷ উদ্দেশ্য প্রিয় নাজিরপুর করোনা মুক্ত রাখা৷

এ বিষয়ে ক্লাবটির মুখপাত্র হৃদয় খান জানান, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জাতির সুসময় বলেন আর দুঃসময় বলেন, সর্বদা ছাত্ররা এগিয়ে এসেছে৷ এখন প্রিয় মাতৃভূমির জন্য আমাদের ক্লাবের সদস্যরা বাবা মায়ের রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে৷ আমরা ভালোর সঙ্গে আছি৷ ইনশাল্লাহ একদিন এদেশ করোনা মুক্ত হবে৷

নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাহমি মোহাম্মদ সায়েফ বলেন, কনসার্টেড ইম্পিরিয়্যাল ক্লাবের মতো সংগঠন দেশের সকল এলাকায় আছে, তবে এরা একটু বেশি আন্তরিক৷ ছেলেরা রোদের মধ্যে সারাদিন আমাদের সাথে কাজ করছে৷ করোনাভাইরাস মোকাবিলায় উপজেলা প্রশাসনকে সহায়তার জন্য তিনি ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান৷

উল্লেখ্য সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্প্রতি ভূমি অফিসের বাউন্ডারী ওয়ালে মুজিব বর্ষ উপলক্ষ্যে জাতির জনক শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের ছবি আঁকিয়ে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন৷

Check Also

ব্রাদার্স লিমিটেডের এমডি হাজী ইউনুছ আর নেই

নিউজ ডেস্ক: চট্টগ্রামের কন্টেইনার ডিপো ইছহাক ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ ইউনুছ মারা গেছেন। অসুস্থতা …

%d bloggers like this: