Home / বিনোদন / টেলিভিশন / নাজমুল রনি’র পরিচালনায় সজল-নাদিয়ার “অপেক্ষার শেষ প্রহরে”

নাজমুল রনি’র পরিচালনায় সজল-নাদিয়ার “অপেক্ষার শেষ প্রহরে”

বিনোদন প্রতিনিধি : সম্প্রতি সজল-নাদিয়া  অভিনীত “অপেক্ষার শেষ প্রহরে” নাটকের শুটিং শেষ হয়েছে। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। সম্প্রতি উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

বিয়ের পর লন্ডনে চলে যায় নাদিয়ার স্বামী। আর ফিরে আসে না সে। স্বামীকে প্রতারক ভেবে মনঃকষ্টে দিন কাটতে থাকে নাদিয়ার। একদিন হঠাৎ বাড়িতে এসে হাজির হয় সজল। নাদিয়ার স্বামীর বন্ধু সজল। সে লন্ডনে তার সঙ্গে থাকতো। সে নাদিয়াকে বলে তার স্বামী লন্ডনে আরেকটি বিয়ে করেছে।

পরে নাদিয়ার মন ভালো করার জন্য তাকে ভালোবেসে কাছে টানার চেষ্টাও করে। এক সময় নাদিয়াও রাজি হয়ে যায়। তাদের বিয়ে ঠিক হয়। এমন সময় একদিন সজল সত্য কথাটা খুলে বলেন নাদিয়াকে। কী সেই সত্য কথা? এভাবেই চলতে থাকে নাটকটির গল্প।

নাজমুল রনি জানান, ‘অপেক্ষার শেষ প্রহরে’ আরও অভিনয় করেছেন রুনা খান ও পীরজাদা। শিগগিরই কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: