নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ইউনেসকোর স্বীকৃতি উদযাপন করতে শনিবার বিকেলে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের জন্য ব্যানার নাগরিক কমিটির হলেও মূল পরিকল্পনায় আওয়ামী লীগের প্রচার উপকমিটি। সমাবেশে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়নের কথা তুলে ধরা হবে।