Home / আর্ন্তজাতিক / নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী : ২০১৮-তে কোন ৬ ঘটনা বিশ্ব ‘কাঁপাবে’

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী : ২০১৮-তে কোন ৬ ঘটনা বিশ্ব ‘কাঁপাবে’

আর্ন্তজাতিক ডেস্ক: ভালো-মন্দের ২০১৭ বিদায় দিয়ে ২০১৮-কে বরণ করতে প্রস্তুত সবাই। নতুন বছরকে ঘিরে যেমন সবার শত আকাঙ্ক্ষা, তেমনই কোনো অশুভ আশঙ্কাকেও বাদ দেওয়া যায় না।

কী ঘটবে ২০১৮ সালে, তা আগে ভাগে জানা দুষ্কর। তবে আগামী বছরটি নিয়ে প্রায় ৪০০ বছর আগে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করে গেছেন ফরাসি ভবিষ্যৎবক্তা নস্ত্রাদামুস। এর আগে বছরগুলো নিয়েও কিন্তু অনেক ঘটনার আগাম আভাস দিয়ে গেছেন এই মানুষটি। এর মধ্যে অনেক বাণীই ফলেছে অক্ষরে অক্ষরে।

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে হিটলার, নেপোলিয়ন এমনকি ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার কথাও। সাম্প্রতিক সময়ে মাথা তোলা ইসলামিক স্টেটের (আইএস) কথাও ৪০০ বছর আগে জানিয়ে গেছেন তিনি। এ ছাড়া তাঁর সফল ভবিষ্যদ্বাণীর ভুরি ভুরি উদাহরণ রয়েছে।

২০১৮ সাল সম্পর্কে ছয়টি ভবিষ্যদ্বাণী করেছেন নস্ত্রাদামুস। দেখে নেওয়া সেই ভবিষ্যদ্বাণীগুলো-

১. ‘লেস প্রফেইতেস’ নামে একটি বইতে ২০১৮ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আভাস দিয়েছেন নস্ত্রাদামুস। ফ্রান্সে শুরু হয়ে এ যুদ্ধ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়বে।

২. ইতালির মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত হবে। এতে নিহত হবে ছয় হাজার মানুষ। এমনটি যে হতে পারে তা ২০১৬ সালেই জানিয়েছেন ভূতাত্ত্বিকরা।

৩. ২০১৮ সালে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠবে যুক্তরাষ্ট্র। এতে ব্যপক ক্ষয়ক্ষতি হবে।

৪. নস্ত্রাদামুসের মতে, ২০১৮ সালে ধুমকেতু বা ক্ষুদ্র কোনো গ্রহ পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে। এ ছাড়া পরমাণু যুদ্ধে ছারখার হবে পৃথিবী।

৫. ২০১৮ সালে বিশ্বের অর্থব্যবস্থার ভেঙে পড়বে।

৬. চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য মানুষের আয়ু ২০০ বছরও হতে পারে৷

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: