Home / দেশজুড়ে / চট্টগ্রাম / নবান্ন উৎসব

নবান্ন উৎসব

নিউজ ডেস্ক : কক্সবাজার জেলা শহরের শহীদ দৌলত ময়দানে আয়োজন করা হয় লোকজ গান আর গ্রামীণ খাবারে নবান্ন উৎসব।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাঙালির গ্রামীণ ঐতিহ্যের নবান্নের আমেজ শহরবাসী প্রাণ ভরে উপভোগ করে।
আঞ্চলিক, ভাটিয়ালি, মারফতি, রাখাইনগীত, হাইল্লাগীতিসহ নানা লোকজ গানের সুরে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ছুটে আসে শ শ মানুষ। পিঠাপুলিসহ নানা গ্রামীণ খাবারের স্বাদ নেয় সবাই।

গতকাল কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক কেন্দ্র ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নবান্ন উত্সব পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহিদুর রহমান, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক পিন্টু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট তাপস রক্ষিত, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, কালচারাল অফিসার আয়াজ মাবুদ।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: