নিজস্ব প্রতিনিধি: মহামারী পরিস্থিতির মাঝেই ধরনীর বুকে জন্ম নিচ্ছে ফুটফুটে অনেক শিশু। এমন শিশুদের জন্য কাজ করে যাচ্ছে প্রাণের হাসি নামক একটি সংগঠন।
আজ কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য ধরনীর বুকে জন্ম নেয়া নবজাতকের জন্য প্রানের হাসির পক্ষ থেকে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী।
সংগঠনটির অন্যতম সদস্য মীর ইমতিয়াজ সোহান বলেন, বিশ্বব্যাপী করোনাকালীন সময়ে আর্থিকভাবে কিছুটা অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করা শিশুদের সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতার জন্যই আমরা এমন একটি কার্যক্রমের পরিকল্পনা করি।
তিনি আরো বলেন, আমরা এই কার্যক্রম দেশের বিভিন্ন স্থানে পরিচালনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।