Home / আর্ন্তজাতিক / নতুন সংবিধানের জন্যে চিলিতে গণভোট হবে

নতুন সংবিধানের জন্যে চিলিতে গণভোট হবে

আর্ন্তজাতিক ডেস্ক: নতুন সংবিধানের জন্যে চিলিতে গণভোট অনুষ্ঠিত হবে। এর ফলে
স্বৈরশাসনামলের সংবিধানের জায়গায় নতুন সংবিধান স্থান পাবে। শুক্রবার এক ঘোষণায় চিলি এ খবর জানিয়েছে।
গত প্রায় এক মাস ধরে দেশটিতে বিক্ষোভকারীরা যেসব দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সংবিধান সংস্কার তার অন্যতম।
এদিকে এই ঘোষণার পর পরই দেশটির শেয়ার বাজার চাঙ্গা হয়ে আট শতাংশ বেড়ে গেছে। গত এক দশকে এটি সর্বোচ্চ উল্ফম্পন।
চিলির আইনপ্রণেতারা শুক্রবার সরকারি জোট ও বিরোধী দলগুলোর সাথে বিস্তরিত আলোচনা শেষে ২০২০ সালের এপ্রিলে গণভোট আয়োজনের বিষয়ে সম্মত হয়।
গণভোটে নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে ভোটারদের মতামত চাওয়া হবে। যদি নতুন সংবিধানের পক্ষে ভোটাররা মতামত দেন তবে, সেটি কিভাবে হবে তাও জানতে চাওয়া হবে।
সিনেট প্রেসিডেন্ট জায়মে কুইনতানা একথা জানান।
এদিকে, শুক্রবার বিকেলে হাজার হাজার লোক সান্তিয়াগোর রাস্তায় বিক্ষোভ করে। এ সময়ে বিক্ষোভকারীদের ছোট ছোট গ্রুপের সাথে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।
ব্যস্ত সময়ে মেট্রো ভাড়া বাড়ানোর প্রতিবাদে গত ১৮ অক্টোবর দেশটিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। কিন্তু সেটি পরে দেশটির বড়ো ধরণের রাজনৈতিক সংস্কারের দাবিতে রূপ নেয়।
এদিকে, ১৯৯০সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর এতো বড়ো সংকটে পড়েনি চিলি। সহিংস এই বিক্ষোভে এপর্যন্ত ২০ জন নিহত ও এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে।

Check Also

সাইবেরিয়ার ৩০ লাখ হেক্টর বনভূমিতে দাবানল

নিউজ ডেস্ক : রাশিয়ার সাইবেরিয়ার বনাঞ্চলে অন্তত ৫০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে …

%d bloggers like this: