Home / বিজ্ঞান-প্রযুক্তি / নতুন গ্রহের সন্ধান মিলছে

নতুন গ্রহের সন্ধান মিলছে

তথ্য ও প্রযুক্তি ডেস্কঃ জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল ‘ফরবিডেন’ প্ল্যানেট নামের একটি নতুন গ্রহের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন। এক্সোপ্লানেট এনজিটি এস-ফোরবি’র এই আবিষ্কারের কথা রয়্যাল অ্যাস্ট্রোনমিকাল সার্ভেতে প্রকাশিত হয়েছে।

সিএনএন জানিয়েছে, গ্রহটি ‘নেপচুনিয়ান মরুভূমি’ এলাকায় দেখা গেছে। এই অঞ্চলটিকে বায়বীয় পদার্থের জন্য অনুপযোগী বলে মনে করা হয়। গবেষকেরা বলছেন, এমন গ্রহ আগে কখনো দেখা যায়নি।

অঞ্চলটিতে শক্তিশালী বিকিরণ এবং তীব্র তাপমাত্রায় পরিপূর্ণ। আগে ধারণা করা হতো এই পরিবেশে কোনো গ্রহ থাকতেই পারে না।

কিন্তু এনজিটিএস-ফোরবি (NGTS-4b) এখনো আছে। যার কারণে গবেষকেরা এর নাম দিয়েছেন ‘ফরবিডেন’ প্ল্যানেট।

গবেষণাপত্রে জানানো হয়েছে গ্রহটি পৃথিবীর চেয়ে তিনগুণ বড়। আমাদের থেকে এর দূরত্ব ৯২০ আলোকবর্ষ।

এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড্যানিয়েল বেলিসিস। তিনি জানিয়েছেন, গ্রহটি এর নক্ষত্রের খুব কাছে।

‘যখন আপনি নক্ষত্রের খুব কাছে থাকবেন, তখন অনেক বিকিরণের মুখে পড়বেন। এই গ্রহের ক্ষেত্রে তাই হয়েছে। আমরা ধারণা করছি এই গ্রহের তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস। এর আগে মানুষ এমন কোনো গ্রহের সন্ধান পায়নি।’

Check Also

নিউজ ফিডে বড় ধরনের পরিবর্তন আনছে ফেসবুক

 তথ্য ও প্রযুক্তি ডেস্কঃ আবারো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে বড় ধরনের পরিবর্তন আসছে। …

%d bloggers like this: