Home / বিনোদন / টেলিভিশন / দেড় দশক পর মঞ্চনাটক পরিচালনায় আজিজুল হাকিম

দেড় দশক পর মঞ্চনাটক পরিচালনায় আজিজুল হাকিম

বিনোদন ডেস্ক: টিভি-মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। মঞ্চে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। আরণ্যক নাট্যদলের হয়ে বহু বছর দাপিয়ে বেড়িয়েছেন ঢাকার মঞ্চ। যদিও ইদানীং মঞ্চে খুব একটা দেখা যায় না তাকে। এবার প্রায় ১৫ বছর পর পরিচালনায় ফিরলেন তিনি।

জানা গেছে, আজ ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় আজিজুল হাকিম পরিচালিত নাটক ‘ইনডেমনিটি’ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে। এ নাটকটির নাট্যকার মান্নান হীরা। এর সমন্বয়ক হিসেবে আছেন নাট্যকার জিনাত হাকিম।

পরিচালনার পাশাপাশি এই নাটকে অভিনয় করতে দেখা যাবে আজিজুল হাকিমকে। সেই সাথে টিভি অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাও অভিনয় করছেন নাটকটিতে। এছাড়াও আরেকটি চরিত্রে অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ। আরো দেখা যাবে জয়রাজ, মানস বন্দ্যোপাধ্যায়, শ্যামল জাকারিয়াকে।

আজিজুল হাকিম এ প্রসঙ্গে বলেন, ‘মঞ্চে ছিল আমার অভিনয়ের হাতেখড়ি। একসময় টানা মঞ্চ নাটকে অভিনয় করেছি। পাশাপাশি কিছু মঞ্চ নাটক পরিচালনাও করেছি। ১৫ বছর পর মঞ্চ নাটক পরিচালনা করতে এসে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম।’ দর্শকরা নাটকটি দেখলেই শ্রম সার্থক হবে বলে মন্তব্য করেন এ গুণী অভিনয়শিল্পী।

সর্বশেষ ১৫ বছর আগে আরণ্যকের নাটক পরিচালনা করেছিলেন আজিজুল হাকিম। তাই পরিচালিত সেই ‘পাথর’ নাটকটি ঢাকার মঞ্চের আলোচিত একটি নাটক।

Check Also

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই

নিউজ ডেস্ক :  বাংলা সিনেমার প্লেব্যাক সম্রাট খ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা …

%d bloggers like this: