Home / জাতীয় / ‘দেশ নিয়ে মাথাব্যথা নেই, কথা বলছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের’

‘দেশ নিয়ে মাথাব্যথা নেই, কথা বলছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের’

নিউজ ডেস্ক: দেশ ও দেশের মানুষের জন্য যাদের কোনো মাথাব্যথা নেই কেবল তারাই নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের পক্ষে কথা বলছেন, বলে মন্তব্য করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

আজ শনিবার সকালে ঢাকায় সংগঠনটির আহ্বায়কের কার্যালয়ে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সমাধান না বিপদ?’  শীর্ষক মতবিনিময় সভায় আনু মুহাম্মদ এ অভিযোগ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির মতো সক্ষমতা বাংলাদেশের হয়নি। পারমাণবিক বর্জ্য এই দেশের জন্য ভয়াবহ পরিবেশদূষণের কারণ হবে। এ ছাড়া নতুন বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কেবল পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে খরচ বাড়ছে।

সরকারকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসার দাবি জানানো হয় মতবিনিময় সভায়।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: