নিউজ ডেস্ক: ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আজ দুপুরে ফরিদপুর শহরতলি গোবিন্দপুর গ্রামের পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ির চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশে আর কোনো ভাবেই একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী নির্বাচন হতে হবে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। যে সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না। ওই সরকারকে আমরা র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরকার অথবা সহায়ক সরকার বলতে পারি। আর এবারের নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ নেবে। আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসনা মওদুদ, পল্লী কবির ছোট ছেলে খুরশিদ আনোয়ার প্রমুখ।এর আগে তিনি তার শ্বশুর পল্লী কবি জসিমউদ্দীন ও তার প্রয়াত দুই ছেলে আমান মওদুদ ও আসিফ মওদুদের কবর জিয়ারত করেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ২৫টি স্কুলের তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও নগদ অর্থ প্রদান করেন ।