Home / জাতীয় / দেশে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।  এছাড়া নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।

বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  আইসোলেশনে নেওয়া হয়েছে ৯ জনকে।  এ নিয়ে আইসোলেশনে রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩ জনে।  দেশে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এর আগে মঙ্গলবার আইইডিসিআর জানায়, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে।  এর মধ্যে ৫ জন মারা গেছেন, ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

প্রসঙ্গত, বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন।  আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: