দেশজুড়ে ডেস্ক: বর্তমান সরকার দেশের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করছেন। আজ বুধবার দুপুরে কুমিল্লায় হোটেল নূরজাহানের সম্মেলন কক্ষে কর অঞ্চল কুমিল্লার উদ্যোগে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি, নারী ও তরুণ করদাতা এবং করবাহাদুর পরিবারকে সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার সামস্ উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসাদ উল্লাহ এবং কর বাহাদুর অধ্যক্ষ আফজল খাঁন অ্যাডভোকেট।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান তার পরিবারসহ ছয় জেলায় ছয় পরিবারকে কর বাহাদুর সম্মাননা দেওয়া হয়। সেইসঙ্গে ৫৫ জনকে দেওয়া হয় সেরা করদাতা সম্মাননা।
মন্ত্রী বলেন, “কর প্রদানকারীরা যাতে অনায়াসে কর প্রদান করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। যারা কর প্রদান করে দেশের উন্নয়নে অবদান রাখছে তারা মহান। জটিল প্রক্রিয়ায় ভয়ে পূর্বে অনেক করদাতাই কর দিতে চাইতেন না। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ স্বেচ্ছায় কর প্রদান করতে উৎসাহিত হচ্ছে। ”
সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার ড. ইখতিয়ার উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী জেলার সর্বোচ্চ করদাতা সুশীল চন্দ্র শীল, ডা. গোলাম সামদানী, চাঁদপুর জেলার সর্বোচ্চ দীর্ঘমেয়াদি করদাতা আলহাজ্ব আব্দুল মান্নান পাটোয়ারী, এফবিসিআই’র পরিচালক মাসুদ পারভেজ খাঁন ইমরান, কুমিল্লা জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইরফানুল হাসান, ফেনী জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খাঁন, নোয়াখালী জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আমিন উল্লাহ, চাঁদপুর জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, বি-বাড়িয়া জেলা কর আইনজীবী সমিতির আয়কর উপদেষ্টা কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া হোসেন।
আগে রেলের বাজেট ছিল ৫০০ কোটি টাকা। বর্তমানে রেলওয়ের বাজেট ১৬ হাজার ১৩৫ কোটি ৯ লাখ টাকা।