Home / বিনোদন / চলচ্চিত্র / ‘দেমাগ’ ছবিতে আমার চরিত্রে নতুনত্ব খুঁজে পাবেন দর্শক : তানিন

‘দেমাগ’ ছবিতে আমার চরিত্রে নতুনত্ব খুঁজে পাবেন দর্শক : তানিন

বিনোদন ডেস্ক: আগামী শুক্রবার মুকুল নেত্রবাদি পরিচালিত ‘দেমাগ’ ছবিটি মুক্তি পাবে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানিন সুবহা। তাঁর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক রিপন গাজী। গ্রিন বাংলা ফিল্মের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফারুকুল ইসলাম।

ছবিটি প্রসঙ্গে তানিন সুবহা বলেন, “এর আগেও দর্শক আমার ছবি দেখেছেন। তবে ‘দেমাগ’ ছবিতে আমার চরিত্রে নতুনত্ব খুঁজে পাবেন দর্শক। আশা করছি, ছবিটির গল্প ও নির্মাণশৈলী দর্শক পছন্দ করবেন।’

অন্যদিকে ফারুকুল ইসলাম বলেন, “শুক্রবার ‘দেমাগ’ ছবিটি অল্প কিছু সিনেমা হলে আমরা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। কারণ, শুক্রবার সরকারি অনুদানের ছবি ‘পুত্র’ বেশি হলে মুক্তি পাচ্ছে। ছবিটির প্রতি সম্মান জানিয়ে আমরা ‘দেমাগ’ ছবিটি কমে হলে মুক্তি দিচ্ছি। সামাজিক গল্পের ছবি ‘দেমাগ’। সাধারণ দর্শকের কথা চিন্তা করে ছবিটি আমরা নির্মাণ করেছি। ছবিটি দেখে দর্শক পছন্দ করলে ভবিষ্যতে আরো ভালো ছবি নির্মাণ করার সাহস আমরা পাব।”

প্রযোজক ফারুকুল ইসলাম আরো বলেন, “ছবিটি বছরব্যাপী প্রতি সপ্তাহের কয়েকটি সিনেমা হলে আমরা চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন ছবি মুক্তি দিতেও প্রযোজকের বাড়তি টাকা খরচ করতে হয়।’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: