নিউজ ডেস্ক : হাজারীবাগ এলাকায় এক চামড়া ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মো. আবদুর রহমান (৩৮)।
তিনি হাজারীবাগ ট্যানারি মোর সনাতন ঘড় এলাকায় থাকেন। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের ট্যানারি মোড়ের উত্তর রোডে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ রহমান নিজেই জানান, পুরার ঢাকায় তার ভাই ভাই লেদার স্টোর নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।
রাতে ওই দোকান থেকে বাসায় ফেরার পথে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী পথরোধ করে তাকে গুলি করে সঙ্গে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঢামেক ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, আবদুর রহমানের পিঠে গুলি লেগেছে।