Home / আর্ন্তজাতিক / দুর্নীতি বিরোধী অভিযানে তোলপাড় সৌদি আরব

দুর্নীতি বিরোধী অভিযানে তোলপাড় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের নেতৃত্বে গঠিত দুর্নীতি বিরোধী অভিযান সৌদি আরবে মাত্র শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সউদ আল মোজেব। দুর্নীতি দমন কমিশনের অভিযানে বেশ কয়েকজন যুবরাজ ও মন্ত্রী গ্রেফতারের ঘটনায় ইতোমধ্যে দেশটিতে তোলপাড় শুরুর ঘটনায় এ কথা জানালেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতি উপড়ে ফেলার লড়াইয়ে এটা প্রথম পদক্ষেপ। গত শনিবার দুর্নীতির অভিযোগ এনে ১১ জন যুবরাজ,৪মন্ত্রী ও বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এখন জিজ্ঞাসবাদ চলছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

এদিকে, সৌদি কর্তৃপক্ষের এ অবস্থানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে বলে জানা গেছে।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: