স্পোর্টস ডেস্ক: আগামী ১৪-১৭ ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে টি১০ ক্রিকেট টুর্নামেন্ট। ১০ ওভারের ক্রিকেটে এই প্রথম স্বীকৃত কোন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগেই জানা গিয়েছিল সাকিব আল হাসানের খেলার সম্ভাবনার কথা। এবারের সংবাদ সাকিবের পাশাপাশি মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবালও দল পেলেন দুবাইয়ের টি১০ লীগে।
তামিম ইকবাল পাকটন টিম, সাবি আল হাসান কেরেলা কিংস ও মুস্তাফিজুর রহমান বেঙ্গল টাইগার্স দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। আরো বাংলাদেশী ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো নিশ্চিত নয়। উক্ত টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করবে এবং মোট ১০০ জন ক্রিকেটারের মতো অন্তর্ভূক্ত করতে পারবে ৬টি দল।
তিন বাংলাদেশী ক্রিকেটার দল পেলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সময়সূচীর সাথে মিল থাকায় উক্ত টুর্নামেন্টে সাকিব, তামিম ও মুস্তাফিজের খেলার সম্ভাবনা একেবাবেই কম।