Home / প্রবাসের খবর / দুবাইয়ে মিরসরাই ইয়ুথ ফোরামের ঈদ উৎসব

দুবাইয়ে মিরসরাই ইয়ুথ ফোরামের ঈদ উৎসব

প্রবাসের ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক সংগঠন আমিরাত মিরসরাই ইয়ুথ ফোরামের ‘ঈদ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) দুবাই মামজার পার্কে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আড্ডা, আলোচনাসহ বিনোদনমূলক বেশ কয়েকটি ইভেন্ট ছিল। প্রায় শতাধিক মিরসরাই প্রবাসীর উপস্থিতিতে সংগঠনের ভবিষ্যত কর্মকাণ্ড সম্পর্কে সদস্যদের অবহিত করেন সভাপতি আরশাদ নুর।

সংক্ষিপ্ত আলোচনায় সহ-সভাপতি লিটন খানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মেজবা ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল হালিম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম প্রমুখ।

তারা বলেন, বিদেশ থেকেও নিজেদের মধ্যে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে মিরসরাইয়ের নানামুখী উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই এ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তারা আরও বলেন, শিগগিরই মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় কর্ম-পরিকল্পনার মাধ্যমে ইয়ুথ ফোরামের কাজের পরিধি বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসী তরুণ-যুবকদের সামাজিক কাজে উৎসাহিত করতে বেশ কিছু উদ্যোগের কথা জানান তারা।

দুপুরের প্রীতিভোজ ও সাঁতারের মধ্য দিয়ে প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করেন আগত প্রবাসীরা।

Check Also

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ

প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা এবং অঙ্গ সংগঠন সিডনি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর …

%d bloggers like this: