Home / বিনোদন / বলিউড / দীপিকাকে পুড়িয়ে মারলে ১ কোটি টাকার পুরষ্কার

দীপিকাকে পুড়িয়ে মারলে ১ কোটি টাকার পুরষ্কার

বিনোদন ডেস্ক : এ ঘোষণা করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা। এই সংগঠনের পক্ষ থেকে এর আগেও দীপিকা ও পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে হুমকি দেওয়া হয়েছিল। সেবার বলা হয়েছিল, দুজনের শিরশ্ছেদ করতে পারলে ৫ কোটি টাকা দেওয়া হবে।

এবিষয়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার অধ্যক্ষ ভুবনেশ্বর সিং বলেছেন, নিজের মান মর্যাদা রক্ষা করতে চিতোরগড়ের জহরে আত্মাহুতি দিয়েছিলেন রানী পদ্মাবতী। দীপিকাকে তা উপলব্ধি করানো দরকার। তবেই সে প্রকৃত পদ্মাবতীকে জানতে পারবে।

পদ্মাবতী নিয়ে বিতর্ক থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১ ডিসেম্বর। তবে মুক্তির দিন পিছিয়েছেন নির্মাতারা। দীপিকা ও পরিচালক সঞ্জয় লীলা বনশালির কুশপুতুল দাহ করেছে একাধিক সংগঠন।
বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মুম্বইয়ে করা হচ্ছে প্রতিবাদ সভা। পদ্মাবতী মুক্তি পেলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রককে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার।

এরমধ্যেই আবার নতুন দাবি সামনে এনেছে রাজপুত কর্ণি সেনা। তাদের তরফে বলা হয়েছে, ছবিটি আগে মেবার রাজপরিবারকে দেখানো হোক। তাঁরা ছবি দেখে আপত্তির কিছু না পেলে, বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হবে। কর্ণি সেনা নেতা কর্ণ সিং রাঠৌর এ কথা জানিয়েছেন। এর আগে কর্ণি সেনার তরফে জানানো হয়েছিল, পদ্মাবতী দেখার জন্য গঠিত বিশেষ দলকে ছবিটি আগে দেখাতে হবে। সেই কমিটি ছবিকে ছাড়পত্র দিলে তবেই মুক্তির অনুমতি দেওয়া হবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: