Home / জাতীয় / দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের আগুনে ২ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের আগুনে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে দুই বাংলাদেশির নিহত হয়েছেন। তারা হলেন- আব্দুর রহিম খান ও ইমরান।

জানা যায়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের আব্দুল কাসেম খানের ছেলে আব্দুর রহিম খান। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা গিয়ে একটি দোকান দেয় আব্দুর রহিম খান। সর্বশেষ তিনবছর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। ভালোই চলছিল তার ব্যবসা।

গত ২১ অক্টোবর রাতে সন্ত্রাসীরা তার দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় দোকানের ভেতর আটকা পরে দগ্ধ হন আব্দুর রহিম খান ও ইমরান নামের আরো একদিন বাংলাদেশি। গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন অন্য প্রবাসীরা। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে ইমরানের মৃত্যু হয়।

ইমরানের মৃত্যুর পনেরো দিন পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ৬ নভেম্বর, বুধবার বাংলাদেশ সময় সাড়ে তিনটার দিকে আব্দুর রহিমের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই শামীম খান। আব্দুর রহিমের মৃত্যুর খবরে শোক নেমে আসে পুরো এলাকায়।

আব্দুর রহিম খানের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশামাইল গ্রামের আব্দুল কাসেম খানের ছেলে। আব্দুর রহিম খানের জহুরা নামের আড়াই বছরের একটা মেয়েও রয়েছে।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: