Home / দেশজুড়ে / ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১২

ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১২

মমিনুল ইসলাম মমিন: ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর ১২জন আহত হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও এলাকাবাসি সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌরসভার দরিরামপুর সাইফুল কমিশনার বাড়ির মোড়ে ময়মনসিংহ গামী একটি মিনি ট্রাক পিছন দিক থেকে অপর একটি বাসকে ধাক্কাদিলে ঘটনা স্থলেই আঃ জলিল (৩০) নামে একব্যক্তি নিহত ও অপর ৭জন আহত হয়।

নিহত জলিলের বাড়ি সুনামগঞ্জ জেলায় বলে জানাগেছে। অপর দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসমতের মোড় নামক স্থানে ময়মনসিংহ গামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৫জন আহত হয়।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, নিহতের লাশ ত্রিশাল থানা পুলিশ ও আহতের ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Check Also

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পিরোজপুরবাসী, বিপাকে শ্রমজীবী মানুষ

নিউজ ডেস্ক : বিগত কয়েক দিনের অপ্রত্যাশিত বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের মানুষের জীবনযাত্রা। আর …

%d bloggers like this: