Home / বিনোদন / টেলিভিশন / তৌসিফ বিয়ে করছেন

তৌসিফ বিয়ে করছেন

বিনোদন ডেস্ক : অভিনেতা তৌসিফ মাহবুব বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ।

তৌসিফের দীর্ঘদিনের প্রেমিকা জান্নাতুল ফেরদৌস সুষমাই হচ্ছেন পাত্রী। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি তার বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। তৌসিফ বিষয়টি এড়িয়ে গেলেও নিকটসূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিষয়টি পারিবারিকভাবে ওপেন সিক্রেট।

পাত্রী সুষমার বাসা ঢাকার মিরপুরে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে বিবিএ-তে পড়াশোনা করছেন সুষমা। তিন বছরের বেশী সময় ধরে সুষমার সাথে তৌসিফের প্রেমের সম্পর্ক।

২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’ আলোচনায় আসেন তৌসিফ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি তাঁকে।

বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তৌসিফ। শুক্রবার থেকে চ্যানেল আইতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে তাঁর অভিনীত ‘বেসিক আলী।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: