Home / বিনোদন / তাহাদের সম্পর্কের ৩ বছর

তাহাদের সম্পর্কের ৩ বছর

বিনোদন ডেস্ক: তানহা তাসনিয়া চলচ্চিত্রে আসেন আকস্মিকভাবেই। অভিনেতা নিরবের ফেসবুক বন্ধু হওয়ার সুবাদে তার মাধ্যমেই তিনি চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান। ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের জন্য রফিক শিকদার একজন নতুন মুখ খুঁজছিলেন।

নিরবের কাছ থেকে এ সংবাদ পেয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন এবং ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত হন। প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নিরব। দ্বিতীয় ছবিতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতেই ঢাকাই ফিল্মের সবচেয়ে বড় হিরোকে পেয়ে যাওয়ায় রীতিমতো উড়ছিলেন তিনি।

কিন্তু হলো না, শ্যুটিংয়ে গিয়েই বদলে গেল দৃশ্যপট। পরিকল্পনা বদলে শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রটির আরেক নায়িকা পরীমনির চরিত্রটিকেই বেশি প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা।

তবে তানহা ঘুরে দাঁড়ান জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবির মাধ্যমে। এই ছবিতে তার নায়ক আরেফিন শুভ। ছবিটি একশো সিনেমা হলে মুক্তি পায়।

এসব তানহার ক্যারিয়ারের কথা। কিন্তু ক্যারিয়ারের বাইরের ব্যক্তিগত জীবনও জানতে আগ্রহী পাঠক ও ভক্তরা। তানহা গত ৩ বছর ধরে জাহিদ হাসান অভির সাথে সম্পর্কে রয়েছেন।

অভি টাইগার মিডিয়া নামের একটি প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের সিইও। পোরেছেন আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে। সম্পর্কটা কিসের প্রেমের নাকি বিয়ের? বিষয়টি নিয়ে শোবিজে একটু গুঞ্জন চলে।

তবে জাহিদ হাসান অভি নিজেই বিষয়টি পরিস্কার করেছেন। তিনি বলেন, আমরা শিগগির বিয়ে করবো। এখন সম্পর্কে রয়েছি। আর বিয়ের যেসব গুঞ্জন ছড়ায় তা মোটেও ঠিক নয়। বিয়ে আনন্দের একটা বিষয়। বিয়েতে অবশ্যই সবাইকে দাওয়াত দেবো।

সম্পর্কের তিন বছর নিয়ে তানহা নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের এটা তিন বছরের সম্পর্ক।

আমি বলছি না যে জার্নিটা আমার জন্য সহজ ছিল, আমরা তর্কে মেতেছি, নিজেদের মধ্যে লড়াই করেছি এমনকী পরস্পরকে সমর্থনও করেছি। খুবই চমৎকার সময়য় কাটিয়েছি। এটা আমার কাছে এক মিশ্র অনুভূতি।’

তানহা তার পোস্টের সাথে তিনটি ছবি যুক্ত করেছেন। যার মধ্যে দুটো ছবিতে দেখা যাচ্ছে এই এনিভার্সারিতে অভি তাঁকে একটি হীরার আঙটি উপহার দিয়েছেন।

Check Also

পরকালে একদমই বিশ্বাস করি না: সাফা

বিনোদন ডেস্ক: বাংলাদেশ বিনোদন জগতে জনপ্রিয় নাম সাফা কবির। ছোটপর্দায় বিভিন্ন নাটকে অভিনয় করায় সর্বস্তরে …