Home / দেশজুড়ে / তারেকের পরোয়ানার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ

তারেকের পরোয়ানার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ

দেশজুড়ে ডেস্ক:  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি প্রধান সড়কের স্বর্ণপট্টি প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাসুদ অরুনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। বিক্ষোভ ও সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: