Home / বিনোদন / তামাকের বিরুদ্ধে “সিগারেট”

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, ঠিক তেমনি পরোক্ষভাবে ক্ষতি হয় আশেপাশের লোকজনের। বলা বাহুল্য প্রতিটি নেশার সূত্রপাত হয় সিগারেটকে কেন্দ্র করেই। আর তা থেকেই একটি সচেতনতামূলক ডকুমেন্টারি শর্টফিল্ম নির্মাণ করছেন তরুণ উদীয়মান নির্মাতা আরমান পাশা।

অনেকটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই শর্টফিল্মটির চিত্রনাট্য রচনা করেন তিনি নিজেই। এই বিষয়ে আরমান পাশা বলেন, ধূমপান বিষয়ে আমাদের দেশে আইন থাকলেও, কার্যত তা প্রয়োগ করা হয় না। বরং প্রকাশ্যেই সিগারেট কেনা-বেচা এখন মর্ডানিজম হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন অর্থের অপচয়, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকির কারণও হয়ে দাঁড়িয়েছে ধূমপান।

ডকুমেন্টারি শর্টফিল্মটির প্রধান সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন সোহাগ হোসেন শাহীন। আর চিত্রগ্রহণে ছিলেন কাওসার রাজীব। মূলত একটি মধ্যবিত্ত পরিবারে ধূমপানকে কেন্দ্র করে এগুতে থাকে “সিগারেট”- এর গল্প। এই গল্পে আমাদের চরিত্রের দৈন্যতা তীব্রভাবে প্রকাশ পায়। যেখানে দ্বৈতনীতি নগ্নভাবে ফুটে উঠেছে। একদিন বাবার সামনে ধূমপানরত অবস্থায় ধরা পড়ে বাড়ির ছোট ছেলে নাবিল।

তারপর নাবিলের বাবা বাসায় ফিরে নিজের স্ত্রীর সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। আবার তার বড় ছেলে একটি তামাকজাত কোম্পানিতে চাকুরী পাওয়ায় বাড়ির সকলে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে।

এভাবেই চলতে থাকে “সিগারেট”- এর গল্প। এই ডকুমেন্টারি শর্টফিল্মে অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, সাবেরী আলম মোতাহের, জান্নাতুল সুমাইয়া হিমি, সাজ্জাদ সাজু, মাহফুজ মুন্না, সঞ্জীব আহামদ, নাসিফ শুভ এবং সোহাগ হোসেন শাহীন। ইতোমধ্যে সিগারেট- এর শুটিং শেষ হয়েছে।

Check Also

৭ বছর পর মাহিকে নিয়ে শাকিব

নিউজ ডেস্ক : দীর্ঘ সাত বছর পর আবারো চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন …

%d bloggers like this: