Home / বিনোদন / টেলিভিশন / তানজিন তিশার “জামাই পরীক্ষা” এবার ইউটিউবে (ভিডিও সহ)

তানজিন তিশার “জামাই পরীক্ষা” এবার ইউটিউবে (ভিডিও সহ)

বিনোদন ডেস্ক : জামাই পরীক্ষা নাটকটিতে কনের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তার প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন কল্যান কোরাইয়া।

রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। গত শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হয় নাটকটি। চ্যানেলে প্রচার হওয়ার পর এবার নাটকটি প্রকাশ হলো বাংলামিডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউটিউব চ্যানেলে।

নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এই নাটকে কাজ করে আমার ভালো লেগেছে। সুন্দর একটি গল্পের নাটকে অভিনয় করেছি। কিছুটা কমেডি থাকলেও অতি ভাঁড়ামি নেই। নাটকটি দেখে দর্শকরা বেশ প্রশংসা করেছেন। এবার নাটকটি ইউটিউবে প্রকাশ হয়েছে।

যারা টিভিতে নাটকটি দেখেননি তারা এবার ইউটিউবে দেখার সুযোগ পাবেন।

ভিডিওটি……..

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: