নিউজ ডেস্ক: রাজধানীতে ইউনাইটেড ইসলামিক পার্টির এক আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, প্রতিহিংসার রাজনীতি যারা করে তাদের মুখে ক্ষমার কথা মানায়না।
হানিফ বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে মামলা সরকার দেয়নি। তাই কি কারণে তিনি ক্ষমার কথা বললেন তা বোধগম্য নয়। দেশের সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে অভিযুক্ত হবে এটা কামনা করে না আওয়ামী লীগ। কারণ এটা দেশের ভাবমূর্তির জন্য ইতিবাচক নয়।
আলোচনায় খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের পুঁজি করে দেশে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে।