Home / খেলাধুলা / তাইজুল ছেলের বাবা হলেন

তাইজুল ছেলের বাবা হলেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম ছেলের বাবা হলেন ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে তাইজুল ইসলাম এবং তার স্ত্রী ঝুমু ইসলামের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়।

পরে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের সঙ্গে ছবি আপলোড করেন তাইজুল।

সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়ে তাইজুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছেলের জন্য দোয়া করবেন।’

ফেসবুক পোস্টে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তাইজুলের ঘনিষ্ঠজনেরা।

তাঁর জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌।

অবশ্যই (দোয়া)। আরেকজন বাবা এসে গেছে।’

আর মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি লিখেছেন, ‘মাশাআল্লাহ।

আল্লাহ ফেরেশতা এবং তার মাকে ভালো রাখুন।’

তাইজুলের খুশির দিনে সতীর্থকে শুভকামনা জানান সাব্বির রহমানও।

২০১৪ সালে অভিষেকের পর এখন পর্যন্ত তাইজুল খেলেছেন ষোলটি টেস্ট ও চারটি ওয়ানডে।

এখনও টি-২০ তে অভিষেক না ঘটলেও এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে তার ৫৯টি উইকেট।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: