Home / খেলাধুলা / ঢাকা ডায়নামাইটস টস জিতে ফিল্ডিংয়ে

ঢাকা ডায়নামাইটস টস জিতে ফিল্ডিংয়ে

স্পোর্টস ডেস্ক:   ৩ ম্যাচ শেষে ২  দলের ঘরেই জমা হয়েছে ৪ টি করে পয়েন্ট। আজ মুখোমুখি লড়াইয়ে জয় দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানসের সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস।

ঢাকা ডায়নামাইটস দলে আছে একটি পরিবর্তন। মোহাম্মদ শহিদকে বাদ দিয়ে তারা দলে নিয়েছে একজন বাড়তি ব্যাটসম্যান, নাদিফ চৌধুরিকে। অন্যদিকে খুলনা টাইটানস দলে আছে দুটি পরিবর্তন। চাডউইক ওয়াল্টন ও মোশাররফ হোসেনের পরিবর্তে দলে এসেছেন আকিলা ধনঞ্জয় ও ধীমান ঘোষ।এর আগে মুখোমুখি লড়াইয়ে খুলনার বিপক্ষে ৬৫ রানের জয় পেয়েছিল ঢাকা। আজ নিশ্চয়ই সেই হারের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন খুলনার ক্রিকেটাররা।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: